পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২

মানুষ মাত্রই দোষ-গুন বিশিষ্ট। গান গাওয়ার ক্ষেত্রে গায়কের ও কিছু দোষ-গুন থাকে।নিম্নে নির্বাচিত গায়কের ৫টি দোষ-গুন বর্ণিত হল :-

ক. গায়কের ৫টি দোষ-

১। দাঁতে দাঁতে চেপে ও অতি উচ্চস্বরে গান করা।
২। বিভিন্ন প্রকার তালের উপর দক্ষতার সাথে গাইতে ব্যর্থ  হলে অর্থাৎ তাল বিচ্যুতি।
৩। গান গাওয়ার সময় ভীত  ও শঙ্কিত ভাব মুখে ও গায়কীতে প্রকাশ পাওয়া।
৪। গান গাওয়ার কালে মুখ ভয়ানক ভাবে বিকৃত হওয়া এবং  কর্কশ স্বরে শব্দের কম্ম্পনের বিচ্যুতি।
৫। গান গাইতে মাত্রা অতিরিক্ত গলা  ফুলে যাওয়া ও শ্রবণইন্দ্রিয়তে শুনতে দৃষ্টিকুটু লাগা।


খ. গায়কের ৫টি গুন-

১। সুন্দর ও শ্রুতিমধুর কন্ঠস্বর।
২। বিভিন্ন প্রকার তালের উপর দক্ষতার সাথে গাওয়া ও যে কোনো তাল সম্পর্কে  জ্ঞান রাখা।
৩। বিভিন্ন সুর ও লয়ে কন্ঠস্বরকে ইচ্ছামত ব্যবহার করতে পারা।
৪। গান গাওয়ার সময় ক্লান্ত না হওয়া  এবং মুখ বিকৃত না হওয়া।
৫। সঙ্গীতের সঠিক নিয়মে গাওয়া ও শ্রোতাদের পরিপূর্ণভাবে মুগ্ধ করা ।
এমন এক দিনে পৃথিবীর আলোর মুখ দেখে ছিল সে । তবে খুশির চেয়ে দুঃখ পেয়েছিল অনেকেই, কারণ সবাই ভেবেছিল কোকাকোলার হাফ লিটার বোতলের সমান রোগাটে শিশুটি বাচঁবে না । কিন্তু না, আল্লাহর রহমতে, মায়ের পরম মমতায় আর পীর-মুর্শিদের দোয়ায় দিন দিন সুস্থ হয়ে উঠে সেই আশাহীন শিশুটি । আজ সেই শিশুটি ২৩বছরে পা দিয়েছে । আল্লাহর কৃপায় এখন সে তরুণ তাজা প্রাণ । তার কর্মে গুনে সময়ের ব্যবধানে সবার কাছে তার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বেড়ে চলেছে । যার সুরের মূর্ছনায় হয় তো একদিন কাপঁবে সারা বাংলা, এই রকম প্রত্যাশা তার সকল শ্রোতা,ভক্ত,অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীর।HAPPY BIRTHDAY RAKIB MOSABBIR.

বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১২

0nekei amake fb te ba phone hi, hello nah bolei sorarori jiggasha kore vai apni ekta gaane koto nen? jeta kina jekono composer ba musician er jonno bibrotokor.so jara amer professional bepare jante agrohi tara Nasir Sumon Vai(contact@Dhaka-01923000705) & Nazmul Hossain(contact@Bhairab-01747987334) ei 2jon manusher sathe kotha bolte paren. plz wrong number theke amake phone dia birokto korben nah plz.......

মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

Rakib's Fan Page

my fan page plz......like.....
Rakib Mosabbir Fan Page



Popular Loop

বাংলা ও ইন্ডিয়ান অনেক গান হইছে এই লুপটি দিয়ে ...............................Loops Of India Duff  just click this link & download.................

Rakib Music Cafe

যারা মিউজিক নিয়ে কথা বলতে চান তারা আমার  ব্লগে join করুন.
Fl Studio, Reason, Dance 7, Adobe Auditon etc Music Softwer, লুপস  গুলো নিয়ে আলোচনা করতে পারেন।
RaMoMuzikCAfe  plz click this & like.......

সোমবার, ২৬ নভেম্বর, ২০১২

Obhimani Akash

Obhimani Akash  - My 3rd Featuring Album with Asif Iqbal 2012. Label- Gaanchil & A6.

কথা : আসিফ ইকবাল
কণ্ঠ : পারভেজ
সুর ও সংগীত : রাকিব মোসাব্বির

কত ঝড় সহে মাটি যে পাথর হয়
সেই পাথর চিরে সুখের নদী বয়
নদীটা দেখে সবাই পাথর দেখে না,
যাকে মেনেছিলাম 
জীবনের আয়না
তাকে দূরে রাখা যা
ভুলে থাকা যায়না

ভালবাসা হয় যদি অপরাধ
আমি বার বার নেবো সে ভুলের স্বাদ
ভালবাসা কখনো পরাজয় মানে না......

Jani Tumi

Jani Tumi - My 2nd Featuring Album 2011. Label- Laser Vision.

জানি তুমি
কণ্ঠ: শোভন  ডি কস্টা
কথা, সুর ও সংগীত : রাকিব মোসাব্বির

জানি তুমি আসবেনা ফিরে বাসবেনা  ভালো আমাকে
জানি তুমি ভেঙ্গেছ হৃদয় সেই আশাতে দুঃখ চেপে রই
এই হৃদয়ে এত কাছে ছিলে তুমি মনে কি পড়ে?

কত আপন তুমি ছিলে কেন চলে গেলে
জানি না কি অভিমানে কেন আমাকে কাদাঁলে

Madhobi Lata

Madhobi Lata - My 1st Featuring Album 2010. Label- Laser Vision.


মাধবীলতা
কণ্ঠ : কণিকা
সুর ও সংগীত : রাকিব মোসাব্বির 
কথা : ফারিয়া  ইসলাম

মাধবীলতা আমি, আমি কানন বালা
তোমার গানের সুর আমি, আমি গলার মালা
দীঘির জলে রোদ আমি, আমি সাজের বেলা

নীল আকাশের সূর্য আমি, আমি জোছনার আলো
তোমার সাধের প্রদ্বীপ আমি, তাই আমায় বাসো ভালো

নদীর মাঝে ঢেউ আমি, আমি মাতাল হাওয়া
এক পলকে দেখা দিয়ে , মন করেছি উতলা  

Boishak Elo

Boishak Elo - My 2nd Solo album 2010. Label Soundtek.

পিরিতি
কথা,সুর,সংগীত ও কণ্ঠ : রাকিব মোসাব্বির

পিরিতি শিখাইয়া তুমি গেলা চলিয়া
বন্ধু তুমি রইলা  কই
দুই নয়ন ভাসাইয়া  একেলা বসিয়া
তোমার পথ্য চেয়ে রই
ও বন্ধুয়া  তোমার পথ্য চেয়ে রই

 যতনো করিয়া রাখিবো তোমারে
আমার এই বুকের মাজারে
একেবার আসিয়া দেখনা চাহিয়া 
কত ভালোবাসি তোমারে
সুরে সুরে ডাকি তোমায়
এই ডোরে রাখি তোমায়

কলিজা ছিড়িয়া হৃদয়টা আনিয়া
যদি বল দেব তোমারে
সখীরে ডাকিয়া সাক্ষী রাখিয়া
তবে ভালোবাইসো আমারে 
 সুরে সুরে ডাকি তোমায়
এই ডোরে রাখি তোমায়

Jare Amer Mon

Jare Amer Mon- My 1st Solo album 2008. Label Soundtek.

যারে আমার মন
কণ্ঠ,সুর,ও সংগীত : রাকিব মোসাব্বির
কথা : মাসুদ রেহমান 

যারে আমার মন ভালবাসে
সে তো আমায় ভালবাসে না
যারে আমার মন আপন ভাবে
সে তো আমায় আপন ভাবে না
আমার  এই মন কে কেন বুঝাতে পারি না
এ যে ভালোবাসা নয় শুধু মিথ্যে ছলনা

যার লাগিয়ে আমার মন গান গেয়ে যায়
ও সে তো আমার গান শুনে না
যার লাগিয়ে আমার মন স্বপ্ন দেখে
ও সে তো আমায় নিয়ে স্বপ্ন দেখে না
যত বার ভাবি তাকে ভুলে যাব
ভুলতে যে তাকে পারি না
আমার  এই মন কে কেন বুঝাতে পারি না
এ যে ভালোবাসা নয় শুধু মিথ্যে ছলনা

ramo

যারা সত্যিকারের সঙ্গীত সাধক, তারা ঈশ্বরের খুব কাছাকাছি যেতে পারেন। সাধক লালন শাহ যার উদাহরণ। তিনি ঈশ্বরের কতটুকু কাছাকাছি গিয়েছিলেন তার প্রমাণ মিলে তার গীতিকবিতায়। ওলি-আওলা বলতে ওনাদের মত মনীষীদেরকেই বুঝায়........
hi every one..............